শিরোনাম

Header Ads Widget

গৌরনদীতে অর্থনৈতিক সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা

 

গৌরনদীতে অর্থনৈতিক সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা


বিএম বেলাল, গৌরনদী

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর উদ্যোগে রোববার বরিশালের গৌরনদীতে স্থানীয় উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্ত করণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি)”র আওতায় বাস্তবায়নাধীন প্রোমোটিং বিজনেজ ইনকিউবেশন ফর স্মল এন্টাপ্রেনিউর বা প্রমিজ প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। 

উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে রোববার বেলা ১১টায় কর্মশালাটি শুরু হয়। ব্র্যাক এর প্রগতি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক অমরেশ দাসের সভাপতিত্বে দিনব্যাপী চলা এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাকের এসডিপি প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামানকে মনির, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক গোপাল চন্দ্র সাহা, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাংবাদিক লিটন খান, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট মো. আব্দুল জলিল, অ্যাসোসিয়েট অফিসার মো. সুজন মিয়া প্রমূখ। উল্লেখ্য, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মোট ৩০ জন প্রতিনিধি এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ