জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে দুমকি উপজেলা প্রশাসন।কর্মসূচির মধ্যে রয়েছে, বুধবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসে শুভ সূচনা, পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার স্কাউটস ও কাব দলের কুচকাওয়াজ, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দুপুরে মসজিদে দোয়া এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ ইত্যাদি।
এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন। এসময় বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।