সহিদুল ইসলাম হাওলাদারঃ ঢাকা ১১ই আগষ্ট ২০১৮: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ঢাকা জেলা কমিটির প্রথম কাউন্সিলে ২০১৮ প্রধান অতিথির বক্তব্যকালে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেছেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফ-এর ১৪ দফার বিকল্প নেই। এই ১৪ দফার সাথে আমি একমতই শুধু নয়; বাস্তবায়নে নিবেদিত। ১১ আগস্ট সকাল ১০ টায় মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন-এর চেয়ারম্যান এস এম মোরশেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঢাকা জেলা কমিটির যুগ্ম-আহবায়ক জালাল উদ্দীন জুয়েল। অতিথি ছিলেন বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড: কাওসার হোসাইন, ঢাকা জেলার উপদেষ্টা কলিম এম জায়েদী, সেভ দ্য রোড’র প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, বিএমএসএফ’রসহ-সভাপতি এসএম শামসুল আলম নিক্সন, মোফাজ্জেল হোসেন, জাহাঙ্গীর হোসাইন, হেদায়েত উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা জেলার সমন্বয়কারী মুছা মোরশেদ, যুগ্ম-আহবায়ক উজ্জ্বল ভুইয়া, কবির নেওয়াজ, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সানজিদা আক্তার, সাভারের সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
কাউন্সিলে সভাপতি হিসেবে কলকাতা টিভির স্টাফ রিপোর্টার মুছা মোরশেদ ও সাধারণ সম্পাদক শাহজালাল ভূঁইয়া উজ্জল নির্বাচিত হন। পরবর্তীতে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিএমএসএফর সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সাংবাদিকদেরকে জানান।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।