মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা কবে হবে তা নির্ধারণে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে। তবে এর আগেই ২২ আগস্ট ঈদুল আজহা পালনের সম্ভাবনা প্রবল হয়েছে। কারণ গতকাল শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ১৪৩৯ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ বাংলাদেশের আকাশেও চাঁদ দেখার সম্ভাবনা প্রবল।
সাধারণত সৌদি আরবের একদিন পরে আমাদের দেশে ঈদ পালিত হয়ে থাকে। সৌদি আরবে এবার ঈদুল আজহা পালিত হবে ২১ আগস্ট। আর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন বা পবিত্র হজ পালিত হবে ২০ আগস্ট।
তবে ঈদুল আজহা কবে পালিত হবে সেই ঘোষণা আসবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।
কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।