ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ মার্চ পন্ডিত বাড়ি মসজিদ প্রাঙ্গনে অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খল ভাবে বোরহানউদ্দিন পৌরসভা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আঃ আহাদ আনছারী'র সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি মোঃ মাকসুদুর রহমান সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও ভোলা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করীম বলেন,রোজা শুধু উপবাস থাকার নাম নয় তাকওয়া তথা আল্লাহ ভীরুতাও শিখায়।
আগামী নির্বাচন হবে সাধাণ জনগণের ভোটাধিকারের নির্বাচন। আমাকে নমিশন দেওয়া হয়েছে কোরআন কে সংসদে নেওয়ার জন্য। আগামী সংসদ হবে কোরআনের সংসদ। মানুষ জামায়াতে ইসলামী করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়।
বিশেষ অতিথির বক্তব্যে বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মোঃ সফিউল্লাহ। ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত করা হয় ।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।