শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

পলিথিন প্লাস্টিক ব্যবহার দূষন প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় দক্ষতা উন্নয়ন কর্মশালা

 

পলিথিন প্লাস্টিক ব্যবহার দূষন প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় দক্ষতা উন্নয়ন কর্মশালা


মোঃ নাসির মোল্লা, বামনা( বরগুনা) 

প্লাস্টিক দূষণ বন্ধ করি, 
সুন্দরবন রক্ষা করি"

এই প্রতিপাদ্যকে সামনে রেখে 

আজ  ২৬ মার্চ ২০২৫ রোজ বুধবার বেলা  ১১ ঘটিকায়  বরগুনা বামনা উপজেলার ৩ নং রামনা শেরই বাংলা সমবায় আদর্শ মাঃ বিঃ  মিলনায়তনে বেসরকারী উন্নয়নসংস্হা  রূপান্তরের আয়োজনে সুন্দর বণ রক্ষায় আলোচনা সভা  এই প্রকল্পের অধীনে  ১৭ টি উপজেলায় ১৭ টি যুব নেটওয়ার্ক কাজ করে তাদের এলাকায় প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিক বার্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে বাজার কমিটি এবং ব্যাবসায়ি প্রতিনিধি এবং সমাজের গন্যমান্য ব্যক্তিদেরকে অবগতি সভা অনুষ্ঠিত হয়  বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দর বন যা বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত। 

সুন্দর বনের ৬০% এলাকা বাংলাদের উপকূলীয় অঞ্চল জুড়ে অবস্হিত  বিশেষত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলা  উপকূলীয় সূরক্ষা ও প্রাকৃতিক ভারসম্য রক্ষায় সুন্দর বন  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল। 
১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সুন্দর বন সংলগ্ন ১০ কিঃ মিঃ এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে।

 এ এলাকার মানুষের অপরিকল্পিত কার্যক্রমের কারণে ৫ টি জেলার ১৭ টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে মানুষের কারনে দূষন বাড়ছে বিশেষত প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে।

আজ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনা শেরই বাংলা সমবায় আদর্শ মাঃ বিঃ প্রধান শিক্ষক মোহ জাকির হোসেন, সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন,  মোঃ আব্দুল মালেক সদস্য ৩ নং রামনা ইউনিয়ন পরিষদ, জেলা সন্ময়কারী অনুপ রায় ইকো সুন্দর বন বরগুনা জেলা,  মোঃ খলিলুর রহমান কো-অর্ডিনেটর বরগুনা জেলা,   মোঃ মাসুদ রেজা ফয়সাল  সিঃ সহ সভাপতি মফস্বল সাংবাদিক ফোরাম প্রমুখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ