বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ পরিষদ নির্বাচন ২০১৮
বিশেষ প্রতিনিধিঃ আগামী ১৩.১০.২০১৮ রোজ শনিবার দেশ ব্যাপি ৬৫ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের মধ্য দিয়ে ৩ বছর মেয়াদ কালের জন্য নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যান সমিতির কার্যকরি পরিষদের জেলা কমিটি ও কেন্দ্রীয় পরিযদ।এ নির্বাচনে দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে। শাহকামাল- জাকির- পাঠান- নুরুজ্জামান পরিষদ লড়ছেন " চেয়ার " প্রতিক নিয়ে অপর প্যানেলে রয়েছে ফারুক- শহিদ- নজরুল- মাহতাব পরিষদ। তাদের প্রতিক " আনারস"। প্রতিটি প্যানেলে কেন্দ্রীয় পরিষদে ৭১ জন ও জেলা ইউনিটে ১৫ জন করে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। সমাজসেবা অধিদফতরে কর্মরত কর্মচারীরা ভোটার হিসেবে গন্য।
ইতোমধ্যে কয়েকটি জেলায় জেলা ইউনিট বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। ঐ সমস্ত জেলায় শুধুমাত্র কেন্দ্রীয় পরিষদে ভোটাররা ভোট দিবেন। সমাজসেবা অধিদফতরের পরিচালক প্রশাসন ও অর্থ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। জেলা পর্যায়ের প্রতিটি কেন্দ্রে নির্বাচনী ব্যালট সহ নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে পৌচার খবর পাওয়া গেছে।
ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের বাড়ি, অফিস ও ভোটারদের দেখা মেলে এমন স্থানে গিয়ে ভোটারদের সাথে সাক্ষাত করে নিজ প্যানেলে ভোট নেওয়ার চেস্টা করছে। কেন্দ্রীয় প্রার্থীরা একাধিক ভাগে বিভক্ত হয়ে সারা দেশে সফর ও নির্বাচনী মতবিনিময় সভা, ভোট প্রার্থনা সম্পন্ন করেছেন। " শাহকামাল- জাকির- পাঠান- নুরুজ্জামা পরিষদ" এ ভোলার তজুমদ্দিন উপজেলার ইউনিয়ন সমাজকর্মী পদে কর্মরত মো: নুরুজ্জামান কেন্দ্রীয় উপ- মহাসচিব পদে প্রতিদ্বন্দিতা করছেন।
তার প্রতীক " চেয়ার "। তিনি ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে তার ব্যাপক পরিচিতি। ইতোপুর্বে সে ভোলা জেলা ইউনিটে সাধারন সম্পাক ছিলেন। তাছাড়া তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যান সমিতির বিভাগীয় মহাসচিব, ভোলার বোরহানউদ্দিন প্রেসক্লাব এর সহসভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সৎ, শিক্ষিত ও বিনয়ী।
কর্মচারী বান্দব হিসেবে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন অঙনে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি বিভিন্ন সংগঠনে জড়িত থাকার পাশা- পাশি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার পদচারনা। বিভাগীয় শহর বরিশালে বেসরকারি ব্যাবস্থাপনায় পরিচালিত " বরিশাল মেট্টাপলিটন কলেজ " এর তিনি একজন পরিচালক।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।