রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে অধিকাংশ প্রাথমিক বই যথাসময়ে না পেয়ে হতাশায় ভুগছে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
২৬ জানুয়ারি রবিবার উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণীতে বাংলা বই প্রতিটি বিদ্যালয় পৌঁছে গেছে শুধু ইংরেজি ও গণিত বই এখন পর্যন্ত আসেনি। দ্বিতীয় শ্রেণীতে শুধু ইংরেজি বই পাওয়া গেছে। বাংলা ও গণিত বই এখন পর্যন্ত আসেনি।
তৃতীয় শ্রেণীতে বাংলা বই পাওয়া গেছে। ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান ও ধর্ম বই এখন পর্যন্ত আসেনি। চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা, ইংরেজি ও গণিত বই পাওয়া গেছে। সমাজ, বিজ্ঞান ও ধর্ম বিষয় বই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার মোঃ মনিবুর রহমান জানান,আশা করি কিছুদিনের ভিতরে সকল বিষয়ের বই প্রতিটি বিদ্যালয় পৌঁছে যাবে। তবে রুটিন মাফিক প্রতিটি বিদ্যালয় শ্রেণিকক্ষে পাঠদান চলছে।
উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন খান বলেন, বিদ্যালয় ছাত্রছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক এবং আমরা রুটিন মাফিক ক্লাস পরিচালনা করে আসছি। আশা করি শিগগিরই সকল বিষয়ের বই বিদ্যালয়ে পৌঁছে যাবে।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।