শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

কাউখালীতে ভোক্তা অধিকারসহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন

 

কাউখালীতে ভোক্তা অধিকারসহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন


রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর 

পিরোজপুরের কাউখালীতে ২৩ মার্চ রবিবার ভোক্তা অধিকারসহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানী বন্ধের প্রতিবাদে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। 

উপজেলা পরিষদ সড়কের সামনে সকাল ১০ টায় উপজেলা উত্তর ও দক্ষিণ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে উত্তর ও দক্ষিণ বাজারের প্রায় ৫ হাজার সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এদিকে আসন্ন ঈদে সাধারণ মানুষেরা কেনা কাটার জন্য বাজারে এলে দোকান পাট বন্ধ থাকায় তারা স্তম্ভিত হয়ে পড়েন। 

মানববন্ধন কর্মসূচির শেষে ব্যবসায়ীরা দোকান পাট খুললে অপেক্ষা করে থাকা সাধারণ ক্রেতারা কেনা-কাটা শুরু করেন। 

কাউখালীতে ভোক্তা অধিকারসহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন



মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকি, উত্তর বাজার ব্যবসায়ী বদরুদ্দোজা মিঞা, গিয়াস উদ্দিন অলি, দক্ষিণ বাজার ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, শওকত হোসেন, বিপ্লব কুমার, ব্যবসায়ী অরুন হালদার, বাদল দেবনাথ, প্রমুখ। 

ব্যবসায়ীরা অবিলম্বে বিভিন্ন সংস্থা কর্তৃক ও প্রশাসনের হুট-হাট অভিযান অবিলম্বে বন্ধ করার দাবী জানান। ব্যবসায়ী নেতা গিয়াস উদ্দিন অলি বলেন, কাউখালীতে ভোক্তা অধিকার, সেনেটারী ইন্সপেক্টর সহ বিভিন্ন সংস্থা মাসের ভিতরে তিন থেকে চার দিন অভিযান চালায় যার ফলে আমরা ব্যবসায়ীরা সব সময় আতঙ্কে থাকে। ব্যবসায়ী নেতা বদরুদ্দোজা মিয়া বলেন, আমরা কোন অবৈধ ব্যবসায়ীদের সাপোর্ট করিনা। অবৈধ ব্যবসায়ী বিরুদ্ধে অভিযান করলে এখানে আমাদের কোন আপত্তি থাকবে না। 

দোকান তালা বন্ধ থাকা অবস্থায় দোকান মালিকের অনুপস্থিতে ভোক্তা অধিকার কিভাবে তালাভাঙ্গা।এটা কেন হবে। দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী বলেন, কাউখালীতে সাপ্তাহিক শুক্র ও সোমবার হাটের দিনে যে কোন একটা সংস্থা অভিযান চালায় যার ফলে আমরা আতঙ্কে থাকে। 

এখন আমাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে মানবতার জীবন যাপন করা ছাড়া আর কোন উপায় দেখছি না। সঠিক নিয়মে অভিযান পরিচালনা করলে আমাদের কোন আপত্তি থাকবে না। ব্যবসায়ী নেতা রফিকুল ইসলাম বলেন, আপনারা যদি অভিযান করেন তাহলে আমাদের উত্তর ও দক্ষিণ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে নিয়ে অভিযান করলে আমাদের কোন আপত্তি থাকবে না। 

আমাদের কোন ব্যবসায়ীরা অন্যায়ের সাপোর্ট করে না। সে যেই হোক না কেন অবৈধ ব্যবসা যে করবে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিলে আমাদের কোন আপত্তি থাকবে না। আমরা চাই অযথা কোনো ব্যবসায়ী যেন হয়রানির শিকার না হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ