ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ২০ মার্চ বোরহানউদ্দিনের মানিকার হাট বাজার তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বক্তব্যে কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূরুল কারীম বলেন:- এই ফিলিস্তিন মুসলমানদের কলিজার টুকরো।
এখানেই রয়েছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ:) এর কবর, হযরত আইয়ুব (আ:) এর কবর, হযরত লুত (আ:) এর কবর, হযরত সোলাইমান (আ:) এর কবর। এই আকসা মুসলমানদের ১ম কিবলা, এখানেই ইমাম মাহাদীর আগমন হবে, এই ফিলিস্তিনেই হযরত ঈসা (আ:) এর আগমন হবে, এখানেই দাজ্জাল কে হত্যা করা হবে। অতএব এই ফিলিস্তিনের বুকে আঘাত করার মানে গোটা মুসলিম উম্মার বুকে আঘাত করা। গোটা পৃথিবী যখন ইসরাইলের বিরোধিতা করছে তখন প্রতিবেশী রাষ্ট্র ভারত ইজরায়েলের পক্ষ অবলম্বন করছে।
অতএব আগামী দিনে কোন ব্যক্তি বা দল যদি ভারতের দালালি করার চেষ্টা করে তাহলে তাদেরকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করতে তৌহিদী জনতা বাধ্য হবে। ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে ইজরাইলের ধ্বংস ও ফিলিস্তিনিদের মুক্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।