সরকারী গৌরনদী কলেজের সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মো. শামছুল হক’র ২১তম ফাতেহা উপলক্ষে ইফতার মাহ্ফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাদ আছর গৌরনদীর উপজেলার চরগাধাতলি নিজ বাড়ির জামে মসজিদে ইফতার মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন, সরকারী গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোসলেম উদ্দিন সিকদার, বিশেষ অতিথি সাবেক সহকারী অধ্যক্ষ আবদুল মালেক, গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবদুল বাতেন নোমান, পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর জামায়াতের আমীর আলহাজ¦ মো. হাফিজুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক আজিজুল ইসলাম, মাওলানা মো. নুরুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মো. আনিচুর রহমান, মাওলানা মো, মোস্তাফিজুর রহমান-সহ সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অধ্যাপক মাওলানা মো. শামছুল হক’র রূহের মাগফিরত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।