শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

বোরহানউদ্দিনে চাষাবাদকৃত জমি থেকে হুট, কুমড়ো লুটপাট ব্যপক ক্ষতি সাধন

 

বোরহানউদ্দিনে চাষাবাদকৃত  জমি থেকে হুট, কুমড়ো লুটপাট  ব্যপক ক্ষতি সাধন


মোঃ ইকবাল হোসেন নয়ন, বোরহানউদ্দিন

ভোলা জেলার বোরহানউদ্দিন পৌর ৯ নং ওয়ার্ড সেরাজল হক গংদের বিরুদ্ধে নুরু ফকিরের  ফসলি জমি থেকে হুট, কুমড়ো লুটপাট। লক্ষাধিক টাকার ক্ষতি সাধন। থানায় অভিযোগ। 

নুরু ফকিরের ছেলে মোঃ রুবেল  অভিযোগ করে বলেন  মঙ্গলবার ১৮ মার্চ সকাল ১১ টায়  আমাদের ৮০ শতাংশ  ফসলী জমি থেকে আঃ রশিদ ছেলে মোঃ সেরাজল হক এর নেতৃত্বে  তার সঙ্গপাঙ্গ  অন্য এলাকার কিছু বখাটে ছেলেদের দিয়ে হুট, কুমড়ো লুটপাট করে নিয়ে যায়।  চাষাবাদকৃত ফসলী জমি নষ্ট করে ফেলে, এতে প্রায় আমাদের ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির শিকার হই। 

স্থানীয় বাসিন্দারা জানান, আমরা খালের ওপারে  দোকান করি, দূর থেকে দেখলাম অনেক মানুষের হুইহুল্লা করে হুট এবং কুমড়ো নিয়ে যাচ্ছে। আমরা খেতে কুমড়ো চাষ করি, সকালে এসে দেখি খেতে কোন কুমড়ো নাই কে বা কারা নিয়ে গে জানি না।

রুবেল আরো বলেন, দীর্ঘ ১৭ বছর এই সেরাজল হক স্বৈরাচার আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে আমাদের উপর হামলা মামলা অত্যাচার করেছে, ৫ তারিখের পর স্থানীয় সালিশ বিচারের মাধ্যমে  আমার বংশধরা জমিতে চাষাবাদ শুরু করি।
এখন সেই পুরোনো শত্রুরা লুটপাট করতেছে।


 মামলার বিবাদী  আঃ রশিদ ছেলে  মোঃ সেরাজল হক জানান , আমরা হুট টাকা দিয়েই কিনে খাই না, লুট তো দূরের কথা, এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমরা সরকার থেকে বহু বছর পূর্বে বন্দোবস্তের মাধ্যমে জমি নেই।  আমাদের সাথে ৮০ শতাংশ জমির সাথে কোন বিরোধ নাই। তাদের জমি তারা চাষ করে আমাদের জমি আমরা চাষ করি  এখন আমাদের জমি দখলের পায়তারা চালাচ্ছে, এদের সাথে  আমাদের অন্য জমি নিয়ে  মামলা চলমান রয়েছে। 


বোরহানউদ্দিন  থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, হুট লুটপাটের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ