শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি চাল জব্দ

 

পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি চাল জব্দ


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চালগুলো কয়েকটি মাদরাসা, এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণের সিন্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে চালগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রফিকুল ইসলাম।

এলাকাবাসী জানান, সামনে ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতারণ চলছিল। এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ওই চাল গুলো কেনার জন্য কয়েকজন লোককে নিয়োগ করেন। 

বিতারণ করা চাল কিনে মজুদের অভিযোগ পায় উপজেলা প্রশাসন।পরে সেখানে পৌঁছে মানবিক সহায়তার সরকারি কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৫ বস্তা চাল জব্দ করেন। ততক্ষণে অবৈধভাবে সরকারি চাল মজুদকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিতারণ করা সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ২৫ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। তবে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা যায়নি। পরে চালগুলো বিভিন্ন মাদরাসা, এতিম খানা ও দুস্থদের বিতারণ করা হবে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ