শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়

 

কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়


রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত সেনেটারী ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলার সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান,

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রির অভিযোগে নাহার মেডিকেল হলের মালিক মোঃ শামসুদ্দোহাকে ২ হাজার টাকা, লাইফ কেয়ার ফার্মেসির মালিক মোঃ লুৎফর রহমান নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগে ৪ হাজার টাকা ও মুদি দোকানদার রবিউল স্টোরের মালিককে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ