রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে সারাদেশের মত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৫ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশুদের মুখে ভিটামিন ক্যাপসুল দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই এবিএম আনিসুল হক।
উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২০ টি কেন্দ্রে ৭ হাজার ৬ শত ৪০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।