হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মজনু মিয়া জামিন আবেদন না মঞ্জুর করে এ আদেশ দেন। ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের আইনজীবী শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড় থেকে তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের একটি দল।
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে আশিক হত্যা মামলায় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন নয়নকে আদালতে তোলা হলে তদন্তকারী কর্মকর্তা ১০দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ জানান, দুপুর ১২টায় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনকে আদালতে তোলা হয়। ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।