শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

তালীমুল মিল্লাত এতিমখানায় এতিম অনাথ হাফেজদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

তালীমুল মিল্লাত এতিমখানায় এতিম অনাথ হাফেজদের  ইফতার মাহফিল অনুষ্ঠিত


ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া চৌমুহনী তালীমুল মিল্লাত এতিমখানার উদ্যেগে এতিম অনাথ হাফেজদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৮ মার্চ উপজেলার কাচিয়া চৌমুহনী তালীমুল মিল্লাত এতিমখানা মাঠে অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোঃ সফিউল্লাহ সভাপতিত্বে ও মাওলানা মাহাবুবুর রহমান সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ব্যবসাই মোঃ মিজানুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাকালু ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মোঃ নুরনবী,ইদারা মাদ্রাসার সহ- সুপার মাওলানা আবদুল আহাদ আনসারী, মোহনা ডায়াগনস্টিক এমডি আবদুল হান্নান খোকন। 

উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ- সভাপতি এম এ অন্তর হাওলাদার, শান্তিরহাট দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ইয়াহইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন মিয়া,জামাতে ইসলামী পৌর ৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ অজিউল্লাহ।

১৯৮০ সালে এতিমখানাটি পারিরারীক জমিতে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মোঃ সফিউল্লাহ তিনি বলেন, প্রথমে ১০ জন এতিম নিয়ে আমি শুরু করেছি বর্তমানে মোট ১২০ জন এতিম আছে তার মধ্যে ছেলে ৫০ জন ৭০ জন মেয়ে। সমাজসেবা থেকে রেজিঃ পাই ২০০৩ সালে। প্রতিমাসে সরকারি ভাবে খরচ দেয় ২০০০/ টাকা। বর্তমান সময়ে প্রতিজন পেছনে খরচ হয় ৯ - ১০ হাজার টাকা।

আমি একা এত বড় প্রতিষ্ঠান চালাতে কষ্ট হচ্ছে। তাও আবার সরকারি অনুদান ৯ মাস বাকি। তাই সমাজের সহায় বৃত্তবান ব্যক্তিরা এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ