শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

কাউখালীতে ঈদের কেনাকাটায় দোকানগুলোতে উপচে পড়া ভিড়

 

কাউখালীতে ঈদের কেনাকাটায় দোকানগুলোতে উপচে পড়া ভিড়


রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।

পিরোজপুরের কাউখালীতে সকাল থেকেই মার্কেট গুলোতে সমাগম বেড়েছে। ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। জমে উঠেছে ফুটপাত থেকে শুরু করে ছোট বড় মার্কেটগুলোতে বেচাকেনা। রমজানের শুরুর দিকে তেমন একটা ভিড় লক্ষ করা না গেলেও ঈদের সময় ঘনিয়ে আসছে ততই উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

শিশু, নারী পুরুষের পদচারণায় সরগম হয়ে উঠেছে মার্কেটগুলো। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা। জামা কাপড়ের দোকানের পাশাপাশি কসমেটিক্স ও জুতার দোকানেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ বাজারের ইসলামিয়া শপিং কমপ্লেক্সের মালিক রফিকুল ইসলাম জানান, দাম নাগালের মধ্যে রয়েছে। 

আমরা সামান্য লাভেই বিক্রি করছি। বাচ্চাদের পোশাক, থ্রি পিস, প্যান্ট পাঞ্জাবি, মেয়েদের বিভিন্ন ডিজাইনের পোশাক সহ সকল প্রকার পোশাক আলহামদুলিল্লাহ বেশ ভালই বিক্রি হচ্ছে।

মধ্য বাজারের নূর বিতানের মালিক নুর হোসেন বলেন, আলহামদুলিল্লাহ এ বছর আশা অনুযায়ী বিক্রি হচ্ছে। সব বয়সের ক্রেতারাই পোশাক কিনছে। দামও নাগালের ভিতরে রয়েছে। 

মধ্য বাজারের ব্যবসায়ী হোসেন মিয়া বলেন, এবছর দ্রব্যমূল্য দাম কিছুটা কম থাকার কারণে ক্রেতারা খুশি। বড় বড় দোকানগুলোর পাশাপাশি ফুটপাতে দোকানগুলোতেও ভালোই বেচাকেনা হচ্ছে। দাম একটু কম থাকায় মধ্য ও নিম্ন শ্রেণীর ক্রেতারা ফুটপাতে দোকানগুলোতে ভিড় বেশি করছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, অনাকাঙ্ক্ষিত রোধে বিভিন্ন বাজারে টহল পুলিশ জোরদার করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় সবসময় সতর্ক অবস্থায় পুলিশ কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ