শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

কিশোরগঞ্জের ট্রাকের চাকায় স্কুল পিষ্ট স্কুল ছাত্রের নিহত

কিশোরগঞ্জের ট্রাকের চাকায়  স্কুল পিষ্ট স্কুল ছাত্রের নিহত

 


মো: মিজানুর রহমান, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ ইসলাম(১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নীলফামারী কিশোরগঞ্জ  মহাসড়কের পুটিমারী ইউনিয়নের সাদুরার পুল বাজার নামক স্থানে।  মন্থনা গ্রামের আনছার আলীর ছেলে ও বেগম খালেদা জিয়া স্কুলের দশম শ্রেনির ছাত্র। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কিশোরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্র জানা গেছে, বেগম খালেদা জিয়া স্কুলের দশম শ্রেনির ছাত্র ফরহাদ হোসেনের স্কুল বন্ধ থাকার কারনে সে কিশোরগঞ্জ বাজারে নিয়মিত কোচিং করতে আসে। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে  ফরহাদ ও তাঁর সহপাঠি আকাশ ইসলামসহ দুজনে বাইসাইকেলে করে কিশোরগঞ্জ বাজারের উদ্দোশে কোচিং করার জন্য আসলে সাদুরার পুল বাজার থেকে দুইশতগজ উত্তর দিকে আমিনুরের বাড়ির কাঁছে পৌছামাত্র পিছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক ফরহাদকে চাঁপা দেয়। এলাকাবাসী ফরহাদকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত্যু ঘোষনা করে। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছাত্র ফরহাদের লাশ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছে। আর ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ