ভোলা জেলার বোরহানউদ্দিন হাসাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ মার্চ উপজেলার হাসাননগর ইউনিয়ন কাজীর হাট মির্জাকালু বাজারে অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খল ভাবে হাসাননগর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ তৈয়্যব হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাসলিম হোসেন ও মাওলানা মোঃ হাসনাইন সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও ভোলা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করীম বলেন,রোজা শুধু উপবাস থাকার নাম নয় তাকওয়া তথা আল্লাহ ভীরুতাও শিখায়।
আগামী নির্বাচন হবে সাধাণ জনগণের ভোটাধিকারের নির্বাচন। আমাদের জামায়াতে এখন পর্যন্ত কোন অন্যায়ের সাথে জড়িত না। কোন অন্যায়ের সাথে জড়িত থাকে প্রমাণ দিতে পারেন আমি এই বাজারে প্রকাশ্যে বিচার করব ইনশাআল্লাহ। ৫ আগস্টের পর থেকে আওয়ামীলীগ ক্ষমতায় নাই তাহলে চাঁদাবাজী টেন্ডার বাজী করে কারা। আপনারা সবাই জানেন নিশ্চয়ই।
বিশেষ অতিথির বক্তব্যে বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মোঃ সফিউল্লাহ। উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা আবুল কালাম, জামায়াতে ইসলামী পৌর আমির মাওলানা মোঃ আমানুল্লাহ, পক্ষিয়া ইউনিয়ন আমির মাওলানা মোঃ হারুনুর রশিদ, কুতবা ইউনিয়ন আমীর মাওলানা মোঃ নুরুল কারীম, টবগী ইউনিয়ন আমীর মাওলানা মোঃ আবদুল হালিম, শ্রমিক কল্যাণ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম।
বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার,সদস্য মোঃ ইকবাল হোসেন নয়ন, সদস্য এইচ এ শরীফ, সদস্য মোঃ হাসনাইন হাওলাদার। ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত করা হয় ।
0 মন্তব্যসমূহ
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।